Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পাটিখালঘাটা ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য

      লোকমূখে জানা যয় যে,এই এলাকাটি এক সময় নদীর চর ,জংগলও নদীর পাড়ে পাতিরা গাছের বাগান ছিল। অনেক দুরদুরান্ত থেকে আসা লোক জন এই পাতিরা গাছ থেকে হোগলাবুনিয়ে বাজার জাত করত। পরে এক সময় এখানে মানুষের বসবাস শুরু হয় এবং জমিজমা আবাদ করিতে থাকে তখনই এখানকার লোকজনেরা এই জায়গাটির নামকরন রাখেন পাতিখালঘাটা।