লোকমূখে জানা যয় যে,এই এলাকাটি এক সময় নদীর চর ,জংগলও নদীর পাড়ে পাতিরা গাছের বাগান ছিল। অনেক দুরদুরান্ত থেকে আসা লোক জন এই পাতিরা গাছ থেকে হোগলাবুনিয়ে বাজার জাত করত। পরে এক সময় এখানে মানুষের বসবাস শুরু হয় এবং জমিজমা আবাদ করিতে থাকে তখনই এখানকার লোকজনেরা এই জায়গাটির নামকরন রাখেন পাতিখালঘাটা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস